সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং মুভি; নতুন ছবির খবর!



[আপকামিং মুভি]

বলিউড স্টার সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং মুভি; সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবির খবর!


বলিউড স্টার সিদ্ধার্থ মালহোত্রা বর্তমান বলিউডের জনপ্রিয় একজন তারকা। ২০১২ সালে বরুণ ধাওয়ান, আলিয়া ভাটের সাথে ’স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই তারকার। ক্যারিয়ারে প্রথম ছবিতেই সফল হয় এ তারকা। নায়ক হিসেবে আবির্ভাব হওয়ার আগে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে।

সিদ্ধার্থ মালহোত্রা ২০১২ সাল থেকে ২০১৭ সালের আগস্ট পর্য্ন্ত মোট ৭টি ছবি মুক্তি পাই। যার মধ্যে মোহিত সুরি পরিচালিত ‘এক ভিলেন’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি হয়। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’, ’হাসি তো ফাঁসি’, ‘এক ভিলেন’, ‘কাপুর এন্ড সন্স’ উল্লেখযোগ্য।

সিদ্ধার্থ মালহোত্রার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘এ জেন্টেলম্যান’। চলতি বছরের শুরুতে ছবিটি মুক্তি পাই। রাজ নিড়িমরু ও কৃষ্ণ ডি.কে-এর যৌথ পরিচালনায় ‘এ জেন্টেলম্যান’ বক্সঅফিসে খুব বাজে ভাবে ব্যর্থ হয়।

বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার হাতে ৪টি নতুন ছবি আছে। যার মধ্যে ’ইত্তেফাক’ চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে।

        আপ-কামিং বলিউড
           

বলিউড স্টার সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবির খবর :


আইয়ারি

’বেবী’ ছবির পরিচালক নিরাজ পান্ডের পরিচালনায় সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছে ‘আইয়ারি’ ছবিতে। ক্রাইম ড্রামা ভিত্তিক এ ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটিতে আরো অভিনয় করেছে বলিউডের শক্তিশালী অভিনেতা মনোজ বাজপায়ী।

সিনেমা           : আইয়ারি
অভিনয়          : সিদ্ধার্থ মালহোত্রা ও মনোজ বাজপায়ী
পরিচালক       : নিরাজ পান্ডে
প্রযোজক       : নিরাজ পান্ডে এবং শীতল ভাটিয়া
ধরণ                : ক্রাইম ড্রামা
বাজেট            : ৪০ কোটি
মুক্তির তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০১৮

আশিকী ৩

’আশিকী’ ও ‘আশিকী ২’ এর পর নির্মিত হতে পারে ‘আশিকী ৩’। মোহিত সুরির পরিচালনায় ছবিটিতে সিদ্ধার্থ মালহোত্রার সাথে আলিয়া ভাটকে দেখা যেতে পারে।

সিনেমা           : আশিকী ৩
অভিনয়          : সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট
পরিচালক       : মোহিত সুরি
প্রযোজক       : বিশেষ ফিল্মস
ধরণ                : রোমান্টিক
বাজেট            : ৩০ কোটি
মুক্তির তারিখ   : ২০১৮ (নট ফাইনাল )

বড় মিয়া ছোট মিয়া

আমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ‘বড় মিয়া ছোট মিয়া’ ছবিরি রিমেইকে দেখা যেতে পারে সিদ্ধার্থ মালহোত্রাকে। সাথে অক্ষয় কুমারকেও দেখা যেতে পারে। যদিও ছবিটি অফিসিয়ালিভাবে ঘোষণা লাভ করে নি।

সিনেমা           : বড় মিয়া ছোট মিয়া
অভিনয়          : অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা
পরিচালক       : জেকি বাগনানী
প্রযোজক       : এন /এ
ধরণ                : কমেডি
বাজেট            : এন/এ
মুক্তির তারিখ  : ২০১৮ (নট ফাইনাল)

No comments

Powered by Blogger.