সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, শুভমুক্তি এবং বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!
![]() |
আইয়ারি! |
[বলিউড : হিন্দি সিনেমা]
সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্স অফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্স অফিস আয়!
সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ একটি ক্রাইম-ড্রামা-থ্রিলার ভিত্তিক ছবি। এ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা একজন ভারতীয় আর্মির চরিত্রে অভিনয় করছে। সাথে তার সতীর্থ হিসেবে অভিনয় করেছে বলিউডের শক্তিশালী অভিনেতা মনোজ বাজপায়ি। সত্য ঘটনার উপর ভিত্তি করে ছবিটি পরিচালনা করেছে নিরাজ পান্ডে।
’আইয়ারি’ ছবির গল্প কাশ্মির নিয়ে। ফলে ছবিটির সিংহ ভাগ শুটিং হয়েছে ভারতের কাশ্মিরে। তাছাড়া দিল্লী ও লন্ডনেও কিছু অংশের শুটিং হয়েছে।
শীতল ভাটিয়া ও নিরাজ পান্ডের প্রযোজনায় ছবিটি ২০১৮ সালের ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে।
সিনেমা – আইয়ারি
অভিনয়
সিদ্ধার্থ মালহোত্রা
মনোজ বাজপায়ি
রাকুল প্রীত সিং
অনুপম খের
ধরণ
ক্রাইম-ড্রামা-থ্রিলার
(সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত)
পরিচালক
নিরাজ পান্ডে
প্রযোজক
শীতল ভাটিয়া
নিরাজ পান্ডে
চিত্রনাট্য
নিরাজ পান্ডে
সম্পাদনা
মানস সাগর
শ্রী নারায়ণ সিং
চিত্রগ্রহণ
ডোমিনিক কোলিন
প্রোডাকশন কোম্পানি
রিলায়েন্স এন্টারটেইনম্যান্ট
প্ল্যান সি স্টুডিওস্
ফ্রাইডে ফিল্মওয়ার্কস
পেন স্টুডিওস
পরিবেশক
রিলায়েন্স এন্টারটেইনম্যান্ট
দেশ
ভারত
ভাষা
হিন্দী
ইন্ডাস্ট্রি
বলিউড
বাজেট
৫০কোটির
শুভমুক্তি
২৬জানুয়ারি ২০১৮
বক্সঅফিস বিশ্লেষণ
হিট: ৭০ কোটি
সুপারহিট: ৯০ কোটি
ব্লকবাস্টার: ১৫০ কোটি
রিভিউ
শীঘ্রইপ্রকাশ করা হবে।
স্ক্রিন
শীঘ্রইপ্রকাশ করা হবে।
নীট আয়
শীঘ্রইপ্রকাশ করা হবে।
বক্সঅফিস স্ট্যাটাস
শীঘ্রইপ্রকাশ করা হবে।
No comments