সুপারস্টার জিতের ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।
![]() ইন্সপেক্টর নটি কে! [টালিউড : বাংলা সিনেমা] |
জিৎও নুসরাত ফারিয়ার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।
সুপারস্টারজিতের নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’-এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। জিতের জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ৩০ নভেম্বর ২০১৭ প্রকাশ করা হয়েছে পোস্টারটি। পোস্টারটি যথারীতি সুপারস্টার মুডে পোজ দিয়েছে জিৎ। ইন্সপেক্টর-এর পোশাকে জীপের বাম্পারে বসা অবস্থায় জিৎ-কে অসাধারণ লাগছে। হাতে ছিল পুলিশের ডান্ডাবারি।
জিৎ-এর সাথে ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছে বাংলাদেশে নায়িকা ফারিয়া। জিৎ-ফারিয়া তৃতীয় নম্বর ছবি ’ইন্সপেক্টর নটি কে’। এর আগে এ জুটির ‘বাদশা : দ্যা ডন’ ও ‘বস ২’ মুক্তি পেয়েছিল। উল্লেখ্য ‘বাদশা : দ্যা ডন’ ও ‘বস ২’ বক্সঅফিসে ব্লকবাস্টার ব্যবসা করেছে।
’ইন্সপেক্টর নটি কে’ একটি যৌথ প্রযোজনার ছবি। ছবিটি বাংলাদেশ ও কলকাতায় একসাথে মুক্তি পেতে পারে। ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জানুয়ারি ২০১৮। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ছবিটির দায়িত্বে আছে। ছবিটি পরিচালনাকরছেন অশোক পাতি।
জিতের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
সিনেমা: ইন্সপেক্টরনটি কে
অভিনয়: জিৎ ও নুসরাত ফারিয়া
পরিচালক: অশোক পাতি
প্রযোজক: জিৎ, গোপাল মাদনানি, আব্দুল আজিজ ও অমিত জুমরানি
শুভমুক্তি: ১৯ জানুয়ারি ২০১৮
No comments