দেব-এর ’আমাজন অভিযান’ ছবির ট্রেইলার ভারতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে! (ভিডিও সহ)
[টালিউড: বাংলা সিনেমা]
বাংলাসিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল সিনেমা সুপারস্টার দেব-এর ’আমাজন অভিযান’ ছবির ট্রেইলার নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
কলকাতার সুপারস্টার দেব সম্প্রতি নতুন নতুন ছবিতে অভিনয় করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। চলতি বছর ‘চ্যাম্প’, ‘ককপিট’-এ দুইটি ছবিতে নতুন ধারার চরিত্রে অভিনয় করেছে। প্রথম ছবিতে বক্সার ও দ্বিতীয় ছবিতে পাইলট হিসেবে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াস করেছে এ তারকা। এবার ষোলকলা পূর্ণা করা ছবি হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে ‘আমাজন অভিযান’-এ। এ ছবিতে দ্বিতীয় বারের মত শংকর চরিত্রে অভিনয় করে বাংলা সিনেমার নতুন যুগের সূচনা করতে যাচ্ছে দেব।
বাংলাসিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল ছবি ‘আমাজন অভিযান’! চলতি বছরের ক্রীসমাস উৎসব উপলক্ষে সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ সাথে বক্সঅফিসে মুক্তি পেতে যাওয়া ‘আমাজন অভিযান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে দেব। আজ এ ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। প্রথমবারের মত ব্রাজিলের আমাজন বনে কোন ভারতীয় ছবি হিসেবে ইতিহাস সৃষ্টি করা ছবিটি ট্রেইলারেও ইতিহাস সৃষ্টি করেছে। ‘আমাজন অভিযান’ ছবির ট্রেইলার এক কথায় ব্লকবাস্টার ট্রেইলার বলতেই হয়।
বাংলা সিনেমার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস এসভিএফ এন্টারটেইনম্যান্ট বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। যার প্রমাণ ২০১৩ সালে ১৫ কোটি ব্যয়ে ‘চাঁদের পাহাড়’ নির্মাণ করা। এবার এ প্রযোজনা প্রতিষ্ঠান ‘আমাজন অভিযান’ এ প্রায় ২৫ কোটি বিনিয়োগ করেছে। তার চেয়েও বড় কথা ব্রাজিলের আমাজন বনে প্রথমবারের মত ভারতীয় ছবির শূট করে ইতিহাস সৃষ্টি করে এ প্রতিষ্ঠান। ফলে ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ‘আমাজন অভিযান’ ভয় পাচ্ছে না ভারতের জনপ্রিয় সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ কে।
আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!
দেখুন ‘আমাজন অভিযান’ ছবির ব্লকবাস্টার ট্রেইলার :
সিনেমা: আমাজন অভিযান
অভিনয়: দেব
পরিচালক: কমলেশ্বর মুখার্জী
প্রযোজক: মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মেহতা
ব্যনার: শ্রী ভ্যাঙ্কাটেশ ফিল্মস্ (১০০ তম ছবি)
মুক্তিরতারিখ : ২২ ডিসেম্বর ২০১৭
বাজেট: ২৫ কোটি
No comments