ফেরদৌস-রুবিনার ‘মেঘকন্যা’ আনকাট ছাড়পত্র পেয়েছে, যেকোন সময় শুভমুক্তি!

ফেরদৌস আহমেদ ও রুবিনার ‘মেঘকন্যা’ আনকাট ছাড়পত্র পেয়েছে, যেকোন সময় শুভমুক্তি!
মেঘকন্যা!

[ঢালিউড : বাংলাদেশী সিনেমা]


ফেরদৌস আহমেদ ও রুবিনার ‘মেঘকন্যা’ আনকাট ছাড়পত্র পেয়েছে, যেকোন সময় শুভমুক্তি!


এক সময়ের বাংলা সিনেমার প্রভাব বিস্তারকারী নায়ক ফেরদৌসের নতুন ছবি ‘মেঘকন্যা’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করেছে। নবাগত নিঝুম রুবিনা ছবিটিতে অভিনয় করেছে।

তরুণ নির্মাতা মিনহাজ অভি ’মেঘকন্যা’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত পরিচালকের খাতায় নাম লিখিয়েছে। ২০১৫ সালের ৭ নভেম্বর মাস থেকে শুটিং শুরু‍ুহলেও বিভিন্ন কারণে ছবিটি ছবিটি কাজ যথাসময়ে সম্পন্ন করা যায় নি। তবে ২৫ মাস পর ছবিটি মুক্তির জন্য সম্পূন্ন প্রস্তুত বলে জানিয়েছে ছবিটির পরিচালক। ছবিটি প্রযোজনা করেছে এ জেড এম জাহাঙ্গীর কবির।

জয়া মিডিয়া প্রোডাকশন এন্ড টীম এর ব্যানারে নির্মিত ’মেঘকন্যা’ ২০১৮ সালের প্রথম দিকে মুক্তি পেতে যাচ্ছে। কেননা ২০১৭ সালে ডিসেম্বরে অনেকগুলো ছবি মুক্তির লিস্টে প্রস্তুত রয়েছে, ফলে আগামী বছরই ছবিটি মুক্তি দেওয়া শ্রেয় মনে করছে ছবিটির প্রযোজক।


সিনেমা  : মেঘকন্যা

অভিনয় : ফেরদৌস আহমেদ ও নিঝুম রুবিনা
পরিচালক : মিনহাজ অভি
প্রযোজক : এ জেড এম জাহাঙ্গীর কবির
শুভমুক্তি: ২০১৮

আরো পড়ুন :



No comments

Powered by Blogger.