বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড এখন ‘চল পালাই’-ছবির দখলে!

দেবাশীষ বিশ্বাসের নতুন ছবি ‘চল পালাই’ সব চেয়ে বড় পোস্টারের রেকর্ড করেছে।
চল পালাই!

[ঢালিউড : বাংলাদেশী সিনেমা]

দেবাশীষ বিশ্বাসের নতুন ছবি চল পালাই’ সব চেয়ে বড় পোস্টারের রেকর্ড করেছে।


’শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাস দীর্ঘ দিন বিরতির পর আবারো বড় পর্দায় ‘চল পালাই’ নিয়ে আসছে। রোমান্টিক-কমেডি নির্ভর ‘চল পালাই’ কিছুটা থ্রিলার ধর্মীক আঙ্গিকের ছবি। ছবিটি বক্স অফিসে ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। সম্প্রতি সেন্সর বোর্ডে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছাড়পত্র পাওয়ার পরই জোরকদমে প্রচারে নেমে পরেছে এর নির্মাতা। প্রচারের মাধ্যম হিসেবে ‘চল পালাই’ ইতোমধ্যে একটি রেকর্ড করে ফেলেছ। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টার প্রদর্শন করে এ রেকর্ড করে ‘চল পালাই’।

সিনেমাপাড়া হিসেবে খ্যাত ঢাকার কাকরাইলে ‘চল পালাই’ প্রদর্শন করেছে বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় পোস্টার। ৪০ ফুট বাই ১২ ফুট আকারের বড় পোস্টারটি ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে। মূলত ছবিটির প্রচারনার উদ্দেশ্যেই পোস্টারটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশী সিনেমার ইতিহাসে এর চেয়ে বড় কোন পোস্টার ইতোমধ্যে নির্মাণ করা হয়নি বলে দাবি করেন ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। ফলে ‘চল পালাই’ মুক্তির আগেই বড় পোস্টার প্রদর্শন করে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। যদিও বাংলা সিনেমার সব চেয়ে বড় পোস্টার কলকাতার তারকা দেবের ‘আমাজন অভিযানবিশ্ব সিনেমারসবচেয়ে বড় পোস্টার হিসেবে গিনেস বুকে নাম লেখানোর উদ্দেশ্যে প্রদর্শিত হয়েছে।


চল পালাই’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিপন ও তমা মির্জা। এ ছবিতে প্রথম বারের মত কোন বাংলাদেশের ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে আমেরিকা থেকে। তাছাড়া চেন্নাই থেকেও ছবিটির কিছু কাজ করা হয়েছে। ৮ ডিসেম্বর ঢালিউড বক্স অফিসে দেবের ‘ককপিট’ এর সাথে মুক্তি পাচ্ছে ‘চল পালাই’!


সিনেমা: চল পালাই

অভিনয় : শিপন ও তমা মির্জা
পরিচালক : দেবাশীস বিশ্বাস
প্রযোজক : লাইভ টেকনোলজিস
শুভমুক্তি : ৮ ডিসেম্বর ২০১৭

আরো পড়ুন :




No comments

Powered by Blogger.