২০১৭ সালে টালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা! ’জিও পাগলা’ ৭ম নম্বর স্থান দখল করেছে।
![]() |
টালিউডে সর্বোচ্চ আয় করা সিনেমা! |
[রঙধারা স্পেশাল]
২০১৭ সালে টালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
টালিউডে সুপারস্টার প্রসেনজিৎ, জিৎ ও দেবের ছবিগুলো সাধারণত দর্শকরা বেশি পছন্দ করে। সেই সাথে সোহাম, অঙ্কুশ, প্ররমব্রত, যীশু, আবির ইত্যাদি স্টারদের ছবিও দর্শকরা উপভোগ করে। তবে টালিউডে জনপ্রিয় এ সব স্টার ছাড়াও কিছু কিছু ছবি নিজ গুণে সুপারহিট ব্যবসা করে। কেননা ভক্তরা তাদের প্রিয় তারকার ছবিকে সুপারহিট করতে পারে না, যদি না ছবিটি সুপারহিট হওয়ার মত উপাদানে ভরপূর না থাকে।
সেপ্টেম্বর পর্য্ন্ত চলতি বছরের সর্বোচ্চ আয়ের ১০টি ছবির মধ্যে দেবের প্রাধাণ্য বেশি। সেই সাথে জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ, যীশু ইত্যাদি এদের ছবিও রয়েছে। উল্লেখ্য দুর্গা পূজা ২০১৭ উপলক্ষে মুক্তি পাওয়া ছবিগুলো টালিউডে সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে।
২০১৭ সালের অক্টোবর পর্য্ন্ত টালিউডে সর্বোচ্চ আয় করা ১০টি সিনেমা তুলে ধরে হল :
নম্বর # ১০
শাকিব খানের ‘নবাব’
ছবি মুক্তির তারিখ : ২৮.০৭.২০১৭
ছবির টাইটেল : নবাব
অভিনয় : শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলী
ছবির মোট বাজেট : ৪.৫০ কোটি (বাংলাদেশ ও ভারত)
বক্সঅফিস আয় : ২.৭০ কোটি (বাংলাদেশে ৯ কোটির অধিক)
বক্সঅফিস স্ট্যাটাস : সুপার হিট
নম্বর # ৯
প্রসেনজিৎ ও যশের ‘ওয়ান’
ছবি মুক্তির তারিখ : ১৪.০৪.২০১৭
ছবির টাইটেল : ওয়ান
অভিনয় : প্রসেনজিৎ, যশ ও নুসরাত জাহান
ছবির মোট বাজেট : ৩.৫০ কোটি
বক্সঅফিস আয় : ৩ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : ফ্লপ
নম্বর # ৮
সোহাম চক্রবর্তীর ‘আমার আপনজন’
ছবি মুক্তির তারিখ : ২৬.০৫.২০১৭
ছবির টাইটেল : আমার আপনজন
অভিনয় : সোহাম চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী
ছবির মোট বাজেট : ২.৫০ কোটি
বক্সঅফিস আয় : ৩ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : সুপারহিট
নম্বর # ৭
মাল্টিস্টারদের ছবি ‘জিও পাগলা’
ছবি মুক্তির তারিখ : ২০.১০.২০১৭
ছবির টাইটেল : জিও পাগলা
অভিনয় : সোহম, যৗশু, বনি, হিরণ, শ্রাবন্তী, পায়েল, কৌশানী ও ঋত্বিকা
ছবির মোট বাজেট : ৪.০০ কোটি
বক্সঅফিস আয় : ৪.০০ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : হিট
নম্বর # ৬
অঙ্কুশ হাজরার ‘বলো দুগ্গা মাঈকী…’
ছবি মুক্তির তারিখ : ২২.০৯.২০১৭
ছবির টাইটেল : বলো দুগ্গা মাঈকী…
অভিনয় : অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান
ছবির মোট বাজেট : ৪.০ কোটি
বক্সঅফিস আয় : ৫.০০কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : সুপারহিট
নম্বর # ৫
প্রসেনজিতের ’ইয়েতি অভিযান’
ছবি মুক্তির তারিখ : ২২.০৯.২০১৭
ছবির টাইটেল : ইয়েতি অভিযান
অভিনয় : প্রসেনজিৎ, আরিয়ান ভৌমিক
ছবির মোট বাজেট : ৬.০ কোটি
বক্সঅফিস আয় : ৬.১০ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : সুপারহিট
নম্বর # ৪
শিশুশিল্পী অর্ঘের ‘পোস্ত’
ছবি মুক্তির তারিখ : ১২.০৫.২০১৭
ছবির টাইটেল : পোস্ত
অভিনয় : অর্ঘ বসু রয়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জী
ছবির মোট বাজেট : ১.৫০ কোটি
বক্সঅফিস আয় : ৭ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : বল্কবাস্টার
নম্বর # ৩
দেবের ‘ককপিট’
ছবি মুক্তির তারিখ : ২২.০৯.২০১৭
ছবির টাইটেল : ককপিট
অভিনয় : দেব, কোয়েল মল্লিক, রুক্মিনী
ছবির মোট বাজেট : ৬.০ কোটি
বক্সঅফিস আয় : ৭.২৫ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : সুপারহিট
নম্বর # ২
দেবের ‘চ্যাম্প’
ছবি মুক্তির তারিখ : ২৩.০৬.২০১৭
ছবির টাইটেল : চ্যাম্প
অভিনয় : দেব, কোয়েল মল্লিক, রুক্মিনী
ছবির মোট বাজেট : ৭.৫ কোটি
বক্সঅফিস আয় : ৮.২৫ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : সেমিহিট
নম্বর # ১
জিতের ‘বস ২’
ছবি মুক্তির তারিখ : ২৩.০৬.২০১৭
ছবির টাইটেল : বস ২
অভিনয় : জিৎ, শুভশ্রী, নুসরাত ফারিয়া
ছবির মোট বাজেট : ৬.৫ কোটি
বক্সঅফিস আয় : ১১ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : ব্লকবাস্টার
বি.দ্র: যেহেতু টালিউড ছবির প্রযোজকরা বক্সঅফিস আয়ের কোন অফিসিয়াল ফিগার উল্লেখ করেন না, সেহেতু ঠিক কী পরিমাণ আয় তাদের প্রযোজিত ছবিগুলো বক্সঅফিস থেকে তুলে নেয়, তার শতভাগ সঠিক তথ্য প্রকাশ করা সম্ভব হয় না। তবে বিভিন্ন সোর্স হতে একটি ছবির বক্সঅফিস সংক্রান্ত তথ্য যতটা সম্ভব নির্ভুলভাবে সংগ্রহ করে গ্রহণযোগ্য আকারে উপস্থাপন করা হয়েছে। এরপরও উল্লেখিত ‘বক্সঅফিস রিপোর্ট’সম্পর্কে কোন অভিযোগ থাকলে জানাতে পারেন।
পড়ুন :
No comments