ভারতের প্রথম স্পেস থ্রিলার ‘টিক টিক টিক’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে! (ভিডিও সহ)

ভারতের প্রথম স্পেস থ্রিলার তামিল সিনেমা তারকা জায়াম রবির ‘টিক টিক টিক’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে!
টিক টিক টিক!

[কলিউড : তামিল সিনেমা]


ভারতের প্রথম স্পেস থ্রিলার তামিল তারকা জায়াম রবির ‘টিক টিক টিক’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে!


সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতে প্রথম স্পেস থ্রিলার ‘টিক টিক টিক’ ছবির ট্রেইলার। মহাশূন্যের টান টান কাহিনী নিয়ে নির্মিত এ ছবিটির ট্রেইলার ইতোমধ্যে নেটিজেনদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। ফলে ইউটিউবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত এ ছবির ট্রেইলারটি ভাইরাল হয়ে যায়।

টিক টিক টিক’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে জায়াম রবি। ট্রেইলারটিতে জায়াম রবিকে ভিন্নমুডে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছে  শক্তি সুন্দর রাজন। জায়ার রবি ছাড়াও আরো অভিনয় করেছে এ্যারন আজিজ ও নিভিতা পিথুরাজ।

প্রথম ভারতীয় সাইন্স ফিকসন স্পেস থ্রিলার হিসেবে তামিল সিনেমা ’টিক টিক টিক’ বক্সঅফিসে মুক্তি পাবে চলতি বছরের ২২ ডিসেম্বর। উল্লেখ্য একই তারিখে বলিউড সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবিও মুক্তি পাবে।


দেখুন ’টিক টিক টিক’ ছবির ট্রেইলার : 


সিনেমা : টিক টিক টিক

অভিনয় : জায়াম রবি, এ্যারন আজিজ, নিভিতা পিথুরাজ
পরিচালনা: শক্তি সুন্দর রাজন
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭

আরো পড়ুন :



No comments

Powered by Blogger.