শুভশ্রী গাঙ্গুলীর আপকামিং মুভি; নতুন ছবির খবর!

[টালিউড : আপকামিং মুভি]

শুভশ্রী গাঙ্গুলীর আপকামিং মুভি; শুভশ্রী গাঙ্গুলীর নতুন ছবির খবর!


কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা। ২০০৮ সালে ‘বাজিমাত’ ছবির মধ্য দিয়ে টালিউডে নিজের অবস্থান শক্ত করে। যদিও এ অভিনেত্রীর অভিষেক ছবি ওড়িষ্যা ইন্ডাস্ট্রিতে নির্মিত হয়েছিল্। সেই সাথে জিতের ’পিতৃভূমি’ ছবিতে সহকারী চরিত্রে অভিনয় করে টালিউডে যাত্রা শুরু করেছিল।


বর্তমানে শুভশ্রী গাঙ্গুলী যেসব ছবিতে অভিনয় করছে কিংবা শুভশ্রী গাঙ্গুলীর যেসব ছবি বক্সঅফিসে মুক্তির লিস্টে আছে ‘রঙধারা’ সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। ’শুভশ্রী গাঙ্গুলীর আপকামিং মুভি’ নিয়ে যেকোন পরামর্শ/অভিযোগ/সংশোধন ইত্যাদি আমাদের জানাতে পারেন।শুভশ্রী গাঙ্গুলীর নতুন ছবির খবর

চালবাজ

শাকিব-শুভশ্রী জুটির দ্বিতীয ছবি ’চালবাজ’। রোমান্টিক-অ্যাকশান-কমেডি নির্ভর এ ছবিটি এ বৈশাখে মুক্তি পাচ্ছে।

সিনেমা : চালবাজ
অভিনয় : শুভশ্রী গাঙ্গুলী, শাকিব খান
পরিচালক : জয়দীপ মুখার্জি
প্রযোজক : এসকে মুভিজ
ধরণ : রোমান্টিক-অ্যাকশান-কমেডি
বাজেট : ৩ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি : ১৩ এপ্রিল ২০১৮

রসগোল্লা

’রসগোল্লা’ নামক নতুন ছবিতে অভিনয় করছে শুভশ্রী গাঙ্গুলী। ছবিটি নির্মাণ হচ্ছে উন্ডোজ প্রোডাকশন হাউস-এর ব্যানারে। ছবিটি পরিচালনা করছে পাভেল।

সিনেমা : রসগোল্লা
অভিনয় : শুভশ্রী গাঙ্গুলী
পরিচালক : পাভেল
প্রযোজক : উন্ডোজ প্রোডাকশন হাউস
ধরণ : ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

ধূমকেতু

শুভশ্রী-দেব জুটির সর্বশেষ ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালে। এ ছবিটি পরিচালনা করেছে গৌশিক গাঙ্গুলী। এটি একটি রোমান্টিক অ্যাকশান ঘারানার ছবি হতে যাচ্ছে।

সিনেমা : ধূমকেতু
অভিনয় : শুভশ্রী গাঙ্গুলী, দেব
পরিচালক : কৌশিক গাঙ্গুলী
প্রযোজক : দেব অধিকারী
ধরণ : অ্যাকশান-রোমান্টিক
বাজেট : ৪ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি : ১৫ আগস্ট ২০১৮

কাটমুন্ডু টু কাম্বডিয়া

’কাটমুন্ডু’ সিরিজের দ্বিতীয় ছবি ‘কাটমুন্ডু টু কাম্বডিয়া’। এ ছবিতে মিমি-র স্থলে শুভশ্রী অভিনয় করছে। ছবিটি পরিচালনা করছে রাজ চক্রবর্তী।

সিনেমা : কাটমুন্ডু টু কাম্বডিয়া
অভিনয় : শুভশ্রী গাঙ্গুলী, যিশু সেনগুপ্ত
পরিচালক : রাজ চক্রবর্তী
প্রযোজক : গ্রীনটাচ এন্টারটেইনম্যান্ট
ধরণ : কমেডি-ড্রামা
বাজেট : ৪ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি : দিওয়ালী ২০১৮

1 comment:

Powered by Blogger.