ট্রেইলারেই সারা ফেলেছে ‘এভেঞ্জার’ সিরিজের তৃতীয় ছবি ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’! (ভিডিও সহ)
![]() |
এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার |
[হলিউড : ইংরেজি সিনেমা]
ট্রেইলারেই সারা ফেলেছে ‘এভেঞ্জার’ সিরিজের তৃতীয় ছবি ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’!
মার্ভেল স্টুডিও ব্যানারে ‘এভেঞ্জার’ সিরিজের ছবিগুলো বিশ্বব্যাপী কোটি কোটি বক্সঅফিস আয় এনে দেয়। ২০১২ সালে তাদের নির্মিত কতগুলো সুরাপহিরো একত্র করে ‘এভেঞ্জার’ মুক্তি দেয়। একই ছবিতে জনপ্রিয় সুপারহিরো ‘আইরন ম্যান’, ‘থর’, ‘হাল্ক’, ‘ক্যাপ্টেইন আমেরিকা’ কে একসাথে পেয়ে ভক্তরা লুফে নেয়। ফলে ‘এভেঞ্জার’ প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ব্লকবাস্টার ব্যবসা করে বসে। ২০১৫ সালে মুক্তি পাই এ সিরিজরে দ্বিতীয় ছবি ‘এভেঞ্জার : এজ অব আলট্রন’। বক্সঅফিসে নতুন করে রেকর্ড করে ছবিটি। এবার মুক্তি পাচ্ছে এ সিরিজের তৃতীয় ছবি ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’।
’এভেঞ্জার’ সিরিজের তৃতীয় ছবি ‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ছবিটিও পূর্বের দুই ছবিকেই ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি ছবিটি বহুল প্রতীক্ষিত ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে। ট্রেইলার মুক্তি দেওয়ার পর ভক্তরা ভীর করেছে ট্রেইলারটি দেখতে। ফলে মুক্তির দেওয়ার সাথে সাথে কোটি ভিউ ছাড়িয়ে যায় ট্রেইলারটি। জমজমা সাইন্স-ফিকসনের ব্যবহার দেখা গেছে ছবিটিতে। ফলে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ছবিটি বড় পর্দায় দেখার জন্য।
’এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ বক্সঅফিসে মুক্তি পাবে ২০১৮ সালের ২৫ এপ্রিল। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছে রবার্ট ডাউনি জুনিয়র, চরিস প্র্যাত, ক্রিস ইভানস ইত্যাদি। ছবিটি পরিচালনা করেছে অ্যান্থনি রুসো ও জো রুসো।
দেখুন‘এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ছবিরট্রেইলার :
সিনেমা: এভেঞ্জার : ইনফিনিটি ওয়ার
অভিনয় : রবার্ট ডাউনি জুনিয়র, চরিস প্র্যাত, ক্রিস ইভানস
পরিচালক : অ্যান্থনি রুসো ও জো রুসো।
ব্যানার : মার্ভেল স্টুডিও
শুভমুক্তি : ২৫ এপ্রিল ২০১৮
No comments