সুশান্ত সিং রাজপুতের ‘ড্রাইভ’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, শুভমুক্তি এবং বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!
![]() |
সুশান্ত সিং রাজপুত-এর ‘ড্রাইভ’! |
[বলিউড : হিন্দি সিনেমা]
সুশান্তসিং রাজপুতের ‘ড্রাইভ’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্স অফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্স অফিস আয়!
সুশান্ত সিং রাজপুতের ‘ড্রাইভ’ একটি গতি নির্ভর এ্যাকশান কমেডি ছবি। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে থাকছে ‘মার্ডার কন্যা’ জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি পরিচালনার দায়িত্ব পালন করছে জনপ্রিয় ‘দোস্তানা’ ছবির পরিচালক তরুণ মানুস্কনি।
’ড্রাইভ’ ছবিতে সুশান্ত একজন স্ট্যান্ট ড্রাইভারের চরিত্রে অভিনয় করছে। সে জ্যাকুলিনকে ভালবাসতে গিয়ে গ্যাংস্টারদের সাথে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পরে। ছবিটিতে গতির পাশাপামি কমেডি ও এ্যাকশান অন্তুর্ভূক্ত করা হয়েছে।
ধর্ম প্রোডাকশনের ব্যানারেনির্মিত ’ড্রাইভ’ প্রযোজনাকরছে করণ জোহর। ছবিটি মুক্তির তারিখ ২ মার্চ ২০১৮ নির্ধারণকরা হয়েছে।
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
সিনেমা – ড্রাইভ
অভিনয়
সুশান্ত সিং রাজপুত
জ্যাকুলিন ফার্নান্দেজ
স্বপ্না পাব্বি
বিক্রমজিৎ ভির্ক
ধরণ
গতি নির্ভর এ্যাকশান-কমেডি
পরিচালক
তরুণ মানুষ্কনি
প্রযোজক
করণ জোহর
হিরু যশ জোহর
অপূর্ব মেহতা
চিত্রনাট্য
মাস্ট আলী
সম্পাদক
দীপা ভাটিয়া
চিত্রগ্রহণ
বিশাল সিনহা
প্রোডাকশন কোম্পানি
ধর্ম প্রোডাকশন
পরিবেশক
ফক্স স্টার স্টুডিওস্
দেশ
ভারত
ভাষা
হিন্দী
ইন্ডাস্ট্রি
বলিউড
বাজেট
৫০কোটির
শুভমুক্তি
২মার্চ ২০১৮
বক্স অফিস বিশ্লেষণ
হিট: ৭০ কোটি
সুপারহিট: ৯০ কোটি
ব্লকবাস্টার: ১৫০ কোটি
স্ক্রিন
শীঘ্রইপ্রকাশ করা হবে।
নীট আয়
শীঘ্রইপ্রকাশ করা হবে।
বক্স অফিস স্ট্যাটাস
শীঘ্রইপ্রকাশ করা হবে।
No comments