বাংলার সবচেয়ে ব্যয় বহুল ছবি ’আমাজন অভিযান’ এর ট্রেইলার শীঘ্রই মুক্তি পাচ্ছে!


[টালিউড: বাংলা সিনেমা]

বাংলাসিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল সিনেমা সুপারস্টার দেব-এরআমাজন অভিযানছবির ট্রেইলার শীঘ্রই মুক্তি পাচ্ছে।


বাংলাসিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয় বহুল ছবিআমাজন অভিযান’! চলতি বছরের ক্রীসমাস উৎসব উপলক্ষে সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ সাথে বক্সঅফিসে মুক্তি পেতে যাওয়া ‘আমাজন অভিযান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে কলকাতার সুপারস্টার দেব। দুর্গা পূজা উপলক্ষে ছবিটির টীজার প্রকাশ করা হয়। এবার ছবিটির নির্মাতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ট্রেইলার প্রকাশের। ১ ডিসেম্বর ২০১৭ সালে প্রকাশ করা হবে ছবিটির ট্রেইলার।

সম্প্রতি ‘বাহুবলী গড়া বিশ্বের সবচেয়ে বড় সিনেমার পোস্টারের রেকর্ড ভেঙ্গে নতুন করে রেকর্ড করেছেআমাজন অভিযানএর পোস্টার ২০১৭ সালের নভেম্বর কলকাতার মোহন বাগান মাঠে প্রদর্শন করা ৬০,৮০০ স্কয়ার ফিট কিংবা ৯৭ মিটারেরআমাজন অভিযানপোস্টারটিবাহুবলী পোস্টারের চেয়ে প্রায় ,২০০ স্কয়ার ফিট কিংবা ১৪ মিটার বড়

আমাজন অভিযানছবিটির নির্মাণ ব্যয় ২০ কোটি ধরা হলেও, এর পরিচালক কমলেশ্বর মুখার্জী একটি সংবাদ চ্যানালে ছবিটির বাজেট ২৫ কোটি ছাড়িয়ে গেছে বলে মত প্রকাশ করে ফলেচাঁদের পাহাড়এর নির্মিত বাজেট ১৫ কোটি ছাড়িয়ে তারি সিরিজের দ্বিতীয় ছবিআমাজন অভিযানবাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ছবি হিসেবে ইতোমধ্যে রেকর্ড করেছে

আপ-কামিং টালিউড; কলকাতায় যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমাআমাজন অভিযান

অভিনয়: দেব
পরিচালক: কমলেশ্বর মুখার্জী
প্রযোজক: মহেন্দ্র সোনি শ্রীকান্ত মেহতা
ব্যনার: শ্রী ভ্যাঙ্কাটেশ ফিল্মস্ (১০০ তম ছবি)
মুক্তিরতারিখ : ডিসেম্বর ২০১৭
বাজেট: ২০ কোটি রুপি

No comments

Powered by Blogger.