ফেরদৌস-রুবিনার ‘মেঘকন্যা’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ এবং বক্স অফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!

ফেরদৌস ও রুবিনার ‘মেঘকন্যা’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্স অফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্স অফিস আয়!
মেঘকন্যা!

[ঢালিউড : বাংলাদেশী সিনেমা]


ফেরদৌস ও রুবিনার ‘মেঘকন্যা’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্স অফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্সঅফিস আয়!


বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌসের নতুন ছবি ‘মেঘকন্যা’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছবিটি ছাড়পত্র লাভ করেছে। ছবিটিতে ফেরদৌসের সাথে আরো অভিনয় করেছে নবাগত নিঝুম রুবিনা।

’মেঘকন্যা’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত পরিচালকের খাতায় নাম লিখিয়েছে মিনহাজ অভি। ২০১৫ সালের ৭ নভেম্বর মাস থেকে শুটিং শুরু‍ুহলেও বিভিন্ন কারণে ছবিটি ছবিটি কাজ যথাসময়ে সম্পন্ন করা যায় নি। তবে ২৫ মাস পর ছবিটি মুক্তির জন্য সম্পূন্ন প্রস্তুত বলে জানিয়েছে ছবিটির পরিচালক।

’মেঘকন্যা’ ২০১৮ সালের প্রথম দিকে মুক্তি পেতে যাচ্ছে। কেননা ২০১৭ সালে ডিসেম্বরে অনেকগুলো ছবি মুক্তির লিস্টে প্রস্তুত রয়েছে, ফলে আগামী বছরই ছবিটি মুক্তি দেওয়া শ্রেয় মনে করছে ছবিটির প্রযোজক।


সিনেমা – মেঘকন্যা


অভিনয়  

ফেরদৌস আহমেদ
নিঝুম রুবিনা

ধরণ  

রোমান্টিক ড্রামা

পরিচালক  

মিনহাজ অভি

প্রযোজক

এ জেড এম জাহাঙ্গীর কবির

কাহিনী

মিনহাজ অভি

সংলাপ

মিনহাজ অভি

চিত্রনাট্য

মিনহাজ অভি

চিত্রগ্রহণ

মাহফুজুর রহমান

প্রোডাকশন কোম্পানি

জয়া মিডিয়া প্রোডাকশন এন্ড টীম

দেশ

বাংলাদেশ

ভাষা

বাংলা

ইন্ডাস্ট্রি

ঢালিউড

শুভমুক্তি

২০১৮

বাজেট

০.৭০-৮.০০ কোটি (আনুমানিক)

বক্সঅফিস বিশ্লেষণ

হিট : ০.৮ কোটি
সুপারহিট : ১.০ কোটি
ব্লকবাস্টার : ২.০ কোটি

স্ক্রিন

শীঘ্রই প্রকাশ করা হবে।

নীট আয়

শীঘ্রই প্রকাশ করা হবে।

বক্স অফিস স্ট্যাটাস

শীঘ্রই প্রকাশ করা হবে।

[আপডেট চলবে…]

আরো পড়ুন :


ব্লকবাস্টারঢাকা অ্যাটাকএর পর আরেফিন শুভরভাল থেকোডিসম্বরে মুক্তি পাচ্ছে।

No comments

Powered by Blogger.