’বাত্তি গুল মিটার চালু’ ছবির ৫ম দিনের বক্স অফিস খবর!

শাহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম
বাত্তি গুল মিটার চালু!

[বক্স অফিস : বলিউড]

’বাত্তি গুল মিটার চালু’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


প্রথম তিন দিনে বাত্তি গুল মিটার চালুবক্স অফিস থেকে ২১.৫০ কোটি টাকা আয় করে। যদিও এ আয় মোটেও ছবিটির জন্য শুভকর নয়। উল্লেখ্য ছবিটি ফ্লপের খাতায় নাম লেখাতে যাচ্ছে।  

২০১৮ সালে শাহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের দ্বিতীয় ছবি বাত্তি গুল মিটার চালু। এ দুই তারকার ১ম ছবি যথাক্রমে ‘পদ্মাবৎ’ ও ’স্ত্রী’ বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করে। তবে দ্বিতীয় ছবি হিসেবে ‘বাত্তি গুল মিটার চালু’র উদ্বোধনী আয় খুব একটা আহমরি নয়।

প্রথম দিনে বাত্তি গুল মিটার চালু বক্স অফিস থেকে সাড়ে ছয় কোটি আয় করেছে। যদিও প্রযোজকদের প্রদত্ত ফিগারে তা পৌনে সাত কোটির কাছাকাছি। ২০১৮ সালে সর্বোচ্চ উদ্বোধনী লিস্টে ছবিটি ১৩ নম্বর জায়গা করে নিয়েছে।

বাত্তি গুল মিটার চালু ছবির বক্স অফিস আয়ে ট্রেড সোর্সের পাশাপাশি প্রযোজকদের তথ্যও তুলে ধরা হয়েছে।

পড়ুন : ’বাত্তি গুল মিটার চালু’ ছবিনিয়ে প্রকাশিত সব খবর!

দিন অনুযায়ী বক্স অফিস রিপোর্ট :


’বাত্তি গুল মিটার চালু’-এর বক্স অফিস আয় :
শুভমুক্তি : ২১ সেপ্টম্বর ২০১৮

১ম দিনে আয় : ৬.৭৬ (৬.৫০) কোটি
২য় দিনে আয় : ৭.৯৬ (৭.২৫) কোটি
৩য় দিনে আয় : ৮.৫৪ (৭.৭৫) কোটি
৪র্থ দিনে আয় : ৩.১৬ (৩.০০) কোটি
৫ম দিনে আয় : ০.০০ (২.৭৫) কোটি
সর্বমোট আয় : ২৬.৪২ (২৭.২৫) কোটি

বক্স অফিস স্ট্যাটাস : চলমান

আরো পড়ুন :
শাহিদ কাপুরের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

শাহিদ কাপুরের পূর্ণাঙ্গ বক্স অফিস রিপোর্ট বিশ্লেষণ!

No comments

Powered by Blogger.