তামিল সুপারস্টার রজনীকান্তের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

তামিল সুপারস্টার রজনীকান্তের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
রজনীকান্ত!

[কলিউড : তামিল সিনেমা]


তামিল সুপারস্টার রজনীকান্তের আপকামিং মুভি; নতুন ছবির খবর!


তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় বর্ষীয়ান সুপারস্টার রজনীকান্ত। ১৯৭৬ সালে তেলেগু ছবি ‘অন্তুলেনি কথা’ এর মাধ্যমে মেজর চরিত্রে অভিনয় শুরু করা এ সুপারস্টার ১৯৭৬ সালে তামিল ছবি ‘মনদ্রু মুড়িচু’ দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেয়। পরবর্তীতে রজনীকান্ত একটি ইন্ডাস্ট্রির নামের পতিরূপ হয়ে যায়। অর্থাৎ তামিল ইন্ডাস্ট্রিতে রজনীকান্ত ছাড়া কোন ছবিই তখন চলত না। ১৯৭৬ সাল থেকে প্রধাণ চরিত্রে অভিনয় করে আসা এ সুপারস্টার এখনো ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে। উল্লেখ্য বর্তমানে তার অভিনীত ‘রোবট ২.০’ ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল ছবি, যা ২০১৮ সালে মুক্তি পাবে।

রজনীকান্ত তার ক্যারিয়ারে ১৫০টির অধিক ছবিতে অভিনয় করেছে। উল্লেখ্য ১৯৭৮ সালে তার অভিনীত ২১টি ছবি মুক্তি পাই, যা বিশ্ব ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটি অবিস্মরনীয় রেকর্ড। চলতি শতকে এ সুপারস্টারের মুক্তি পাওয়া ছবির মধ্যে ’চন্দ্রমূখী’, ‘শিবাজি’, ‘রোবট’, ‘কাবালি’ বক্সঅফিসে ব্লকবাস্টার ব্যবসা করে।

রজনীকান্তের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কাবালি’, যেটি ২০১৬ সালের জুলাইয়ে মুক্তি পাই।  

বর্তমানে রজনীকান্তের হাতে ২টি নতুন ছবি আছে। ’রোবট ২.০’ ও ‘কালা’ নামের বিশাল বাজেটের দুইটি ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ। সামনের বছরই ছবি দুইটি মুক্তি পাবে।


কলিউড তারকা রজনীকান্তের নতুন ছবির খবর :

রোবট ২.০

রোবট ২.০’ রজনীকান্তের ব্যয়বহুল সাইন্স-ফিকশন ধর্মী ছবি। এ ছবিতে রজনীকান্তের সাথে অভিনয় করছে বলিউড বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। ‘রোবট’ ছবির সিকুয়্যেল ‘রোবট ২.০’ ভারতীয় ছবির ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ছবি। ছবিটি বক্সঅফিসে ২০১৮ সালে মুক্তি পাবে।

সিনেমা           : রোবট ২.০
অভিনয়          : রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন
পরিচালক       : শংকর
প্রযোজক       : আলিরাজা সুভাসকরণ
ধরণ                : সাইন্স-ফিকশন অ্যাকশন
বাজেট           : ৪৫০ কোটি
মুক্তির তারিখ : ২০১৮


কালা

কালা’ রজনীকান্তের ক্রাইম-ড্রামা ধর্মী ছবি। ‘কাবালি’এর সাফল্যের পর পা.রনজিৎ রজনীকান্তকে নিয়ে ‘কালা’ নির্মাণ করেছে। ইতোমধ্যে ছবিটির কাজ সম্পূর্ণ শেষ। ‘রোবট ২.০’ মুক্তি পাওয়ার পরই বক্সঅফিসে ‘কালা’ মুক্তি দিবে। ফলে ‘কালা’ ২০১৮ সালে মুক্তি পাচ্ছে।

সিনেমা           : কালা
অভিনয়          : রজনীকান্ত, নানা পাটেকর, হুমা কুরেশি
পরিচালক       : পা. রনজিৎ
প্রযোজক       : ধানুশ
ধরণ                : ক্রাইম-ড্রামা
বাজেট            : ৮০ কোটি
মুক্তির তারিখ : ২০১৮

আরো পড়ুন :


No comments

Powered by Blogger.