বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!

বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!
বলিউড ১০০ কোটি ক্লাব!

বলিউড

বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!


২০০৮ সালে আমির খানের হাত ধরে বলিউডে প্রথম ‘শতকোটি ক্লাব’-এর যাত্রা শুরু হয়। ‘গজনী’ দিয়ে যাত্রা শুরু করা এ ক্লাব, পরের বছর ‘থ্রি ইডিয়টস’কে সঙ্গী হিসেবে পেয়েছে। ২০০৮ ও ২০০৯ এ মাত্র দুইটি ছবি ‘শতকোটি ক্লাব’এ প্রবেশ করার যোগ্যতা লাভ করলেও, ২০১০ থেকে তা বাড়তে থাকে। একটি ছবি দিয়ে শতকোটি ক্লাবের পথ চলা শুরু হলেও মাত্র দশ বছরের মাথায় পঞ্চাশের অধিক ছবি এ ক্লাবে যোগ দিয়েছে। বিশেষ করে চলতি বছর ইতোমধ্যে ৮টি ছবি বক্সঅফিসে শতকোটি ঘর অতিক্রম করেছে।

বলিউডে যে সিনেমাগুলো বক্সঅফিসে শতকোটির ঘর অতিক্রম করেছে, তা পর্যায়ক্রমে এ লিস্টের মাধ্যমে উপস্থাপন করা হল। লিস্টে প্রথমে যে ছবিটি শতকোটি ক্লাবে প্রবেশ করেছে, তাকে প্রথমে রাখা হয়েছে এবং সে অনুযায়ী পরের ছবিগুলোর সিরিয়াল দেওয়া হয়েছে। উল্লেখ্য, বক্সঅফিস আয়ের ক্ষেত্রে প্রযোজকের তথ্যের চেয়ে ট্রেড তথ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রযোজকদের খাতায় অনেক ছবি শতকোটি ক্লাবের সদস্য হলেও, ট্রেড সোর্স-এ অত্যধিক তারতম্য লক্ষ্য করায় শতকোটি ক্লাবে তা উপস্থাপন করা হয় নি।

শতকোটি ক্লাবে প্রত্যেকটি ছবির মোট আয়ের পাশাপাশি শতকোটি ক্লাবে প্রবেশ করতে কতদিন সময় লেগেছে, তাও উল্লেখ করা হয়েছে। সেই সাথে প্রত্যেকটি ছবির মুক্তির তারিখ উল্লেখ করার মাধ্যমে, কোন সালে কতটি ছবি শতকোটি ক্লাবে যোগ দিয়েছে সে বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে।

বলিউড স্টার র‌্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!

বলিউড ১০০ কোটি ক্লাব :

ক্রমিক
ছবি
মুক্তি
মোট আয়
(নীট)
১০০ কোটি
/মোট দিন
গজনী
২৪.১২.২০০৮
১১৬
১৬*
৩ ইডিয়টস
২৫.১২.২০০৯
২০২
৯*
দাবাং
১০.০৯.২০১০
১৪১
১০
গোলমাল ৩
০৫.১১.২০১০
১০৮
১৭
রেডি
০৩.০৬.২০১১
১২০
১২
সিংগাম
২২.০৭.২০১১
১০১
৩৭
বডিগার্ড
৩১.০৮.২০১১
১৪৫
রা.ওয়ান
২০.১০.২০১১
১২৫
১০
ডন ২
২৩.১২.২০১১
১১২
১৩
১০
অগ্নিপথ
২৬.০১.২০১২
১২২
১১
১১
হাউসফুল ২
০৬.০৪.২০১২
১১৬
১৭
১২
রাওডি রাথোর
০১.০৬.২০১২
১৩৪
১১
১৩
বোল বচ্চন
০৬.০৭.২০১২
১০১
৪৫
১৪
বারফি
১৪.০৯.২০১২
১০৮
১৭
১৫
এক থা টাইগার
১৫.০৮.২০১২
১৯৮
১৬
যাব থাক হ্যায় জান
১২.১১.২০১২
১০২
১৫
১৭
দাবাং ২
২১.১২.২০১২
১৫৪
১৮
ইয়ে জাওয়ানী হে দিওয়ানী
৩১.০৫.২০১৩
১৮৮
১৯
ভাগ মিলকা ভাগ
১২.০৭.২০১৩
১০৪
২১
২০
চেন্নাই এক্সপ্রেস
০৯.০৮.২০১৩
২০৭
৩*
২১
কৃষ ৩
০১.১১.২০১৩
১৯৭
২২
রামলীলা
১৫.১১.২০১৩
১১৫
১২
২৩
ধুম ৩
২০.১২.২০১৩
২৭৬
২৪
জ্য় হো
২৪.০১.২০২৪
১১২
১০
২৫
টু স্টেট
১৮.০৪.২০১৪
১০২
২৮
২৬
হলিডে
০৬.০৬.২০১৪
১১৩
১৫
২৭
এক ভিলেন
২৭.০৬.২০১৪
১০৩
১৪
২৮
কিক
২৫.০৬.২০১৪
২১২
২৯
সিংগাম রির্টানস
১৫.০৮.২০১৪
১৪০
৩০
ব্যাঙ ব্যাঙ
০২.১০.২০১৪
১৪৭
৩১
হ্যাপি নিউ ইয়ার
২৪.১০.২০১৪
১৮৩
৩২
পিকে
১৯.১২.২০১৪
৩৪০
৩৩
তানু ওয়েডস মনু রির্টানস
২২.০৫.২০১৫
১৫১
১১
৩৪
এবিসিডি ২
১৯.০৬.২০১৫
১০৪
১৭
৩৫
বাহুবলী
১০.০৭.২০১৫
১১৯
২৪
৩৬
বজরঙ্গী ভাইজান
১৭.০৭.২০১৫
৩২১
৩৭
প্রেম রতন ধন পায়ো
১২.১১.২০১৫
১৯৭
৩৮
দিলওয়ালে
১৮.১২.২০১৫
১৪৮
৩৯
বাজিরাও মাস্তানি
১৮.১২.২০১৫
১৮৬
৪০
এয়ারলিফ্ট
২২.০১.২০১৬
১২৮
১০
৪১
হাউসফুল ৩
০৩.০৬.২০১৬
১০৯
১৩
৪২
সুলতান
০৬.০৬.২০১৬
৩০০
৪৩
রুস্তম
১২.০৮.২০১৬
১২৭
৪৪
এম.এস  ধোনি
দ্যা আনটোল্ড স্টোরি
৩০.০৯.২০১৬
১২৪
৪৫
এ দিল হে মুসকিল
২৮.১০.২০১৬
১১২
১২
৪৬
দঙ্গল
২৩.১২.২০১৬
৩৮৭
৪৭
রাইস
২৫ .০১.২০১৭
১৩৪
৪৮
জলি এলএলবি ২
১০.০২.২০১৭
১১৭
১২
৪৯
বদ্রীনাথ কি দুলহানিয়া
১০.০৩.২০১৭
১১৮
১৪
৫০
বাহুবলী ২
২৮ .০৪.২০১৭
৫০৬
৫১
টিউবলাইট
২৩.০৬.২০১৭
১১৮
৫২
টয়লেট : এক প্রেম কথা
১১.০৮.২০১৭
১৩৪
৫৩
জড়ুয়া ২
২৯.১০.২০১৭
১৩৭
৫৪
গোলমাল এগেইন
২০. ০৮.২০১৭
২০১*















































































No comments

Powered by Blogger.