শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ভারতের আলিবাগে বলিউড অভিনেতা শাহরুখ খানের বিলাসবহুল ফার্মহাউসের বিষয়ে তদন্ত করছেন দেশটির আয়কর দপ্তরের কর্মকর্তারা। ৯ হাজার ৯৬০ বর্গমিটারের এই বাংলো কেনার সময় তিনি কালো টাকা সাদা করেছিলেন; এমন অভিযোগের পরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এছাড়া বেআইনিভাবে কৃষি জমিতে তিনি ফার্মহাউসটি বানিয়েছেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে। ইন্ডিয়া টুডে’তে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, শাহরুখ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র কানে এ বিষয়ে বলেছেন, ‘তদন্ত চলছে। এখনই কোনো মন্তব্য করব না’। তবে বিষয়টিতে এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি এবং কোনো প্রতিক্রিয়াও দেয়া হয়নি শাহরুখের পক্ষ থেকে।

জানা গেছে, এই অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে জমির আগের মালিককে। জমি বিক্রি করার জন্য শাহরুখ বা তার কোনো প্রতিনিধি তাকে (জমির মালিক) জোরজবরদস্তি করেছিলেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.